Home International একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট ডাউন

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট ডাউন

বিশ্বের একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এসব সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে ফিন্যান্সিয়াল টাইমস, নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ নিউজ, বিবিসি, দ্য গার্ডিয়ান। মঙ্গলবার বিভিন্ন দেশ থেকে এসব সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ভিজিটররা প্রবেশ করতে পারছেন না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সিএনএন ও ফ্রান্সের লে মন্ডে’র ওয়েবসাইটে ত্রুটি দেখাচ্ছে। বিঘ্নের মুখে পড়েছে আল-জাজিরাও। নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইট কিছু সময় বন্ধ ছিল। তবে এখন তাতে প্রবেশ করা যাচ্ছে। 

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপ কাজ করছে না। আরও ব্রিটিশ সংবাদমাধ্যমের ওয়েবসাইট ব্রাউজারে লোড হচ্ছে না। এমনকি ব্রিটিশ সরকারের মূল ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।

তাৎক্ষণিক এসব ওয়েবসাইটে কেন প্রবেশ করা যাচ্ছে না তা সম্পর্কে জানা যায়নি। তবে ডাউন ডিটেক্টর ওয়েবসাইট জানিয়েছে, বিভিন্ন খবরে জানা যাচ্ছে ফাস্টলিতে বড় ধরনের বিপর্যয়ের কারণে এসব ওয়েবসাইটের সেবা বিঘ্নিত হচ্ছে।

সান ফ্রান্সিসকোভিত্তিক ক্লাউড সার্ভিস কোম্পানি ফাস্টলিও নিজেদের ত্রুটির কথা স্বীকার করেছে। নিজেদের ওয়েবসাইটে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেছে।

পৃথকভাবে আন্তর্জাতিক ই-কমার্স সাইট অ্যামাজনেও প্রবেশ করা যাচ্ছে না। এই বিষয়ে অ্যামাজন কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here