করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ বাড়ানোর উপায় নিয়ে ভার্চুয়াল আলোচনায় বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। বৃহস্পতিবার ভ্যাকসিন রফতানি নিয়ন্ত্রণের একটি পরিকল্পনায় সমর্থন জানাতে নেতাদের প্রতি আহ্বান জানাবে ইউরোপীয়ান কমিশন। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে যুক্তরাজ্যে ভ্যাকসিন সরবরাহ আক্রান্ত হবে। তবে ভ্যাকসিনের ওপর এই ধরনের অবরোধ আরোপের বিষয়ে আগেই সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইউরোপের মূল ভূখন্ডের বেশিরভাগ অংশ জুড়েই করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হওয়ার মধ্যেই ভার্চুয়াল সম্মেলনে মিলিত হচ্ছেন ২৭ জাতির জোটটির নেতারা। টিকা প্রদানের হারে যুক্তরাজ্যের চেয়ে পিছিয়ে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এজন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছে ইউরোপীয় কমিশন। তাদের অভিযোগ মূলত ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে। ইউরোপের দাবি এই কোম্পানিগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করেনি।
ব্রাসেলস জানিয়েছে, গত দুই মাসে ইউরোপ থেকে ৪ কোটি ডোজ টিকা রফতানি হয়েছে। এর এক চতুর্থাংশই গেছে যুক্তরাজ্যে। বুধবার যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা সকলের জন্য ভ্যাকসিন সরবরাহ সম্প্রসারণ করতে এবং উভয় পক্ষের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে চাইছেন।