সিডনির দক্ষিণাঞ্চলের একটি উপকূলীয় শহরে ১৪টি ক্যাঙ্গারু হত্যায় দুই তরুণকে অভিযুক্ত করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। গত শনিবার ব্যাটম্যানস উপকূলের দুইটি আলাদা সড়কে মৃত প্রাণীগুলো দেখতে পায় স্থানীয়রা। এরপরই পুলিশ তদন্ত শুরু হয়।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায় সম্ভবত গাড়ির আঘাতে ক্যাঙ্গারুগুলোর মৃত্যু হয়েছে। সোমবার এই ঘটনায় তারা ১৭ বছর বয়সী দুই তরুণকে গ্রেফতার করে। তবে এই হত্যার উদ্দেশ্য নিয়ে কোনও কিছু জানায়নি পুলিশ।
ওই দুই তরুণকে নির্বিচারে প্রাণী পেটানো ও হত্যায় অভিযুক্ত করা হয়েছে। আগামী মাসে তাদের আদালতে তোলা হবে। নিউ সাউথ ওয়েলসের আইন অনুযায়ী প্রাণীর প্রতি নির্দয়তার কারণে কেউ অভিযুক্ত হলে তিনি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২২ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা হতে পারে।
মৃত ক্যাঙ্গারুগুলোর মধ্যে দুইটি শাবকও রয়েছে। এছাড়া আহত আরও একটি শাবককে পরদিন স্থানীয়রা উদ্ধার করে। বণ্যপ্রাণী উদ্ধারকারী সংস্থা ওয়ারস জানিয়েছে শাবকটির তদারকির দায়িত্ব নিয়েছে তারা। স্বেচ্ছাসেবী সংস্থাটি বলছে নীরব সমুদ্র তীরে ক্যাঙ্গারু হত্যার ঘটনায় তারা হতবাক।
অস্ট্রেলিয়ায় প্রতিবছর গড়ে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার ৫০ হাজার অভিযোগ জমা হয়। ওই এলাকার অতি সাধারণ প্রাণী ক্যাঙ্গারু।