Home Bangladesh স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে সংসদে উত্তাপ

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে সংসদে উত্তাপ

স্বাস্থ্যখাতের নানা অনিয়ম, অব‌্যবস্থাপনা এবং নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বক্তব‌্যে উত্তাপ ছড়িয়েছে সংসদে। 

বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, ‘ঢালাওভাবে অভিযোগ অগ্রণযোগ্য। আপনাদেরও দায়িত্ব নিতে হবে।’

বুধবার (৩০ জুন) সংসদে বাজেট পাসের সময় মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত ৫৯টি মঞ্জুরি দাবির তিনটি মন্ত্রণালয়/বিভাগ নিয়ে আলোচনা হয়। সেগুলো হলো— আইন মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং স্বাস্থ্যসেবা বিভাগ। 

এসময় জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সদস্যরা ছাঁটাই প্রস্তাবের ওপর তাদের বক্তব্য দেন।

জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, ‘কতবার ডিও (ডেমি অফিশিয়াল) লেটার দেবো, আমার এলাকার হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই, ডাক্তার কবে পাবো? এক্সরে মেশিন কবে পাবো? রেডিওলজিস্ট কবে পাবো? স্বাস্থ্যমন্ত্রীকে যতবার বলি, উনি ডিও লেটার দিতে বলেন। কতবার দেবো?’

মন্ত্রণালয়ের বরাদ্দ দাবি সম্পর্কে পীর ফজলু বলেন, ‘চলমান বরাদ্দের টাকাই খরচ করতে পারেননি। আবার বরাদ্দ চেয়েছেন।’

জাপার আরেক সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় টাকা খরচ করতে পারেনি। ৩৫০ জন এমপিকে ভাগ করে দেন। আমরা খরচ করি। স্বাস্থ্যসেবা আমরা দেখব। ডাক্তার-নার্স নিয়োগ করতে পারছেন না। দায়িত্ব দেন, নিয়োগের ব্যবস্থা করি।’

জবাব দিতে উঠে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আপনারা প্রত্যেকে দায়িত্বে আছেন। এই বিষয়গুলো আপনাদেরই দেখার কথা। মেশিন চলে না, লোক লাগবে- এগুলো তো আপনাদের দেখতে হবে। কিন্তু আপনারা তো সেটা দেখেন না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here