আফগানিস্তান ইস্যুতে নতুন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প। বাইডেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আফগানিস্তানে তিনি যা ঘটতে দিয়েছেন তাতে লজ্জায় তার পদত্যাগ করা উচিত।’ ট্রাম্প দাবি করেন তিনি প্রেসিডেন্ট থাকলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার আরও ভিন্নভাবে এবং আরও সফলতার সঙ্গে হতো।
তবে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা সমালোচনা করে বলা হয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে তালেবানের সঙ্গে চুক্তি স্বাক্ষর ট্রাম্পের আমলেই হয়েছে। তবে বিবিসির খবরে বলা হয়েছে, সেনা প্রত্যাহার ঠিক কিভাবে হবে তার ভার বাইডেন প্রশাসনের উপর ছিলো।
তালেবান যে গতিতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তাতে প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তার প্রশাসনের কর্মকর্তারা এখন স্বীকার করছেন যে তারা আফগান বাহিনীর সামর্থ্য আরও বেশি বলে অনুমান করেছিলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন সিএনএনকে বলেছেন, ‘আমাদের ধারণার চেয়ে দ্রুতগতিতে দেশটির (আফগানিস্তান) পতন ঘটে গেছে।’