সাকিব আল হাসান আর রেকর্ড, দুটোর যেন গভীর সম্পর্ক! প্রায়ই রেকর্ড বুক ওলটপালট করেন দারুণ সব কীর্তি গড়ে। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটে এবার তিনি এমন রেকর্ড গড়লেন, ক্রিকেট দুনিয়া যেটা প্রথমবারের মতো দেখলো। এমন অর্জনের কথা মনে করিয়ে দিতেই সাকিব জানালেন, রেকর্ড সম্পর্কে তিনি অবগত!
টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার সাকিব। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন কেবল লাসিথ মালিঙ্গা। কিন্তু বিশেষজ্ঞ পেসার মালিঙ্গার রান সাকিবের ধারেকাছেও নেই। তাই প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেটের কীর্তি গড়া হয়ে গেছে বাংলাদেশি তারকার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ম্যাচে ৪ উইকেট নেওয়ার আগে ব্যাট হাতে করেছিলেন ১১ রান। আর তাতেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে। শুধু তা-ই নয়, বল হাতে ৫ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১১৪ রান করে সিরিজসেরাও হয়েছেন তিনি। পুরস্কার হাতে নিজের রেকর্ড নিয়ে সাকিব বলেছেন, ‘আমি জানি না আর কেউ করেছে কিনা। (লাসিথ) মালিঙ্গার তো ১ হাজার রান নেই। হ্যাঁ, মাঝেমাঝে রেকর্ডে চোখ রাখি!’
তবে এমন অর্জনে সাকিব তার সতীর্থদের ভূমিকার কথা স্মরণ করেছেন। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, ‘অবশ্যই ভালো লাগে এরকম কোনও অর্জন যখন হয়। ব্যক্তিগত অর্জনগুলো অবশ্যই অনুপ্রাণিত করে দলের হয়ে ভালো খেলার জন্য। সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাদের সহায়তা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। সতীর্থদের সাপোর্ট, কোচিং স্টাফ, দর্শক- সবার সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল।’
শেষে সাকিব জানিয়েছেন, দেশের জার্সিতে সামনের দিনগুলোতেও অবদান রেখে যেতে চান তিনি, ‘আমার মনে হয়, আমি আরও অনেকদিন অবদান রাখতে পারবো। সেই চেষ্টাই থাকবে আমার। আমি এখনও খেলাটা উপভোগ করছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’