২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খেটে খাওয়া মানুষের কোনও সুখবর নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ব্র্যাক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এটা গতানুগতিক এক বাজেট, যা গত বছরের প্রণীত বাজেটেরই ধারাবাহিক। করোনার কারণে সৃষ্ট দারিদ্র্য বৃদ্ধি এবং খেটে খাওয়া মানুষের সমস্যা নিরসনে তেমন কোনও ইতিবাচক প্রভাব এই বাজেট রাখতে পারবে না।’
রবিবার (৬ জুন) ব্র্যাক ইউনিভার্সিটির কমিউনিকেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেছেন বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৫ জুন) ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ফোরাম ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বাজেটোত্তর এক আলোচনা সভার আয়োজন করে। ‘বাজেট সংলাপ-২০২২’ শীর্ষক অনলাইন আলোচনায় এসব কথা বলেন সালেহউদ্দিন আহমেদ।
এতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘ব্যবসায়ীবান্ধব এই বাজেট ট্রিকল ডাউন ইফেক্টের যে ইতিবাচক প্রতিক্রিয়ার কথা ভেবে করা হয়েছে, এটা সেই লক্ষ্য অর্জন করতে পারবে কিনা, তাতে সন্দেহ আছে।’