Home International বাইডেন-শি জিনপিং বৈঠক আজ

বাইডেন-শি জিনপিং বৈঠক আজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ সোমবার (১৫ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছেন। ভার্চুয়াল এ বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান নানা মতপার্থক্য এবং সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলাপ হতে পারে বরে প্রতীয়মান হচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে দুই নেতার এই ভার্চুয়াল বৈঠকের বিষয়টি করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা দায়িত্বশীলতার সঙ্গে কিভাবে সামলানো যায়, তা নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এছাড়াও যেসব ক্ষেত্রে আমাদের অভিন্ন স্বার্থ আছে, তা নিয়ে একসঙ্গে কাজ করার পন্থা নিয়েও তারা আলোচনা করা হবে।

বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন চীনের কাছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ও অগ্রাধিকার তুলে ধরবেন। ওয়াশিংটনের উদ্বেগ নিয়েও কথা বলবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here