নেপালে পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত হয়েছেন। এতে ঘটনাস্থল ভারতের উত্তরপ্রদেশ সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ভারতের পুলিশ বাহিনী ও সশস্ত্র জওয়ানরা পৌঁছেছেন।
বৃহস্পতিবার গভীর রাতে নেপালের পুলিশের গুলিতে গোবিন্দ সিংহ (২৬) নামের ওই ভারতীয় যুবক নিহত হন। এ ঘটনায় আরও এক যুবক নিখোঁজ রয়েছেন।
ভারতের উত্তরপ্রদেশের পিলভিট জেলার পুলিশ সুপার জয়প্রকাশ জানান, নেপাল সীমান্ত লাগোয়া পিলভিটের হাজারা থানা এলাকার রাঘবপুরী টিলা নম্বর ৪ গ্রাম থেকে তিন বন্ধু গোবিন্দ সিংহ, গুরমিত সিংহ ও পাপ্পু সিংহ নেপালের বেলোরি বাজারে ব্যবসায়িক কাজের জন্য গিয়েছিলেন।
তিনি আরও জানান, কাজ শেষে বাড়ি ফেরার সময় কোনো বিষয় নিয়ে ওই তিনজনের মধ্যে কথা কাটাকাটি হয। তখনই নেপাল পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন গোবিন্দ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে, সেখানেই তার মৃত্যু হয়। গোবিন্দর দুই সঙ্গীর মধ্যে একজন এখনও নিখোঁজ। অন্যজন কোনোক্রমে প্রাণ নিয়ে ভারতে ফিরে আসেন।
এ খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত লাগোয়া গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ঘটনাস্থলে পুলিশ বাহিনী পাঠানো হয়। তারা গ্রামবাসীকে শান্ত করেন।