ঢাকায় করোনা আক্রান্ত ৬০ ব্যক্তির নমুনা জিনোম সিকোয়েন্স করে ৬৮ শতাংশই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানা গেছে। গত মে ও জুন মাসে এই নমুনাগুলোর জিনোম সিকোয়েন্স করেছে আইসিডিডিআরবি। প্রতিষ্ঠানটির সিনিয়র সিনিয়র কমিউনিকেশন ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খান বলেন, দেশের সংক্রমণ পরিস্থিতি বোঝার জন্য নিয়মিতভাবে নজরদারি করা হয়ে থাকে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে সিকোয়েন্সিং করা হয়। এর ধারাবাহিকতায় মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ৬০টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে।
মে মাসের শেষ সপ্তাহ এবং জুন মাসের প্রথম সপ্তাহজুড়ে গবেষণা চালানো হয় বলে আইসিডিডিআরবি সূত্রে জানা যায়। সূত্রটি আরও জানায়, সংগৃহীত নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেখা গেছে ৬৮ শতাংশ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট, ২২ শতাংশ দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট এবং বাকি নমুনাগুলো ১২ শতাংশ নাইজেরিয়ার ইটা ভ্যারিয়েন্ট।
উল্লেখ্য, গত ৪ জুন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, জিনোম সিকোয়েন্সিংয়ের নমুনা পরীক্ষায় দেখা যায়, দেশে করোনাভাইরাস সংক্রমণের ৮০ শতাংশই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। আইইডিসিআর আরও বলছে, বাংলাদেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ বিদ্যমান। ভাইরাসটির সংক্রমণের হার দেশের সীমান্তবর্তী এলাকাসহ অন্যান্য জেলায় বৃদ্ধি পাচ্ছে।