করোনাভাইরাস নিয়ে এবার নতুন প্রতিবেদন প্রকাশ করলো মার্কিন গোয়েন্দা সংস্থা। শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ জৈব অস্ত্র হিসেবে বিকশিত হয়নি।
ইউএস ইন্টেলিজেন্স কমিউনিট (আইসি)-এর রিপোর্টে এসেছে, ‘সংক্রামিত প্রাণী থেকে মানুষের দেহে এসেছে অথবা কোনো গবেষণাগার থেকে ছড়িয়েছে’।
প্রাপ্ত সব গোয়েন্দা প্রতিবেদন এবং অন্যান্য তথ্য পরীক্ষা-নিরীক্ষার পর গোয়েন্দা কমিউনিটি কোভিড-১৯-এর সম্ভাব্য উৎপত্তি নিয়ে বিভক্ত রয়েছে। সব সংস্থাই সম্ভাব্য দুটি হাইপোথিসিসের কথা বলেছে, তা হচ্ছে- আক্রান্ত কোনও প্রাণির সংস্পর্শে আসা এবং ল্যাবের কোনও ঘটনার মাধ্যমে এই ভাইরাস ছড়িয়েছে।
এর আগে, চীন করোনাভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে বানিয়েছে বলে অভিযোগ করে আসছিল যুক্তরাষ্ট্র। তবে বরাবরই অস্বীকার করে আসছে বেইজিং। ২০১৯ সালে চীনের উহানের কাঁচাবাজার থেকে করোনার উৎপত্তি ঘটে বলে ধারণা করা হচ্ছে। এখন পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন লাখ লাখ মানুষ।