ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সদস্যপদ কেন স্থগিত করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ((ই-ক্যাব)। ইভ্যালির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ওঠা বিভিন্ন ধরনের অভিযোগ- যেমন গ্রাহকের সঙ্গে প্রতারণা, ব্যবসায়ীদের টাকা আটকে রাখা বা পরিশোধ না করাসহ অসংখ্য অভিযোগ আমলে নিয়ে ই-ক্যাব এই সিদ্ধান্ত নিয়েছে।
গত বুধবার ( ১৪ জুলাই) ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিস পাঠানো হয় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে। মোহাম্মদ রাসেলকে নোটিশ ইস্যুর ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ই-ক্যাবের সহ-সভাপতি মোহাম্মদ শাহাবউদ্দিন বলেন, আমরা ইভ্যালিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছি। ৭ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। ইভ্যালির জবাব যদি সন্তোষজনক না হয় তখন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভ্যালির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। ই-ক্যাব সেগুলো আমলে নিয়ে ইভ্যালিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশে জানতে চাওয়া হয়েছে- কেন ইভ্যালির সদস্যপদ স্থগিত করা হবে না।