Home International আফগানিস্তানে সরকারপন্থি-তালেবানের মধ্যে বন্দুকযুদ্ধ, নিহত ২৬

আফগানিস্তানে সরকারপন্থি-তালেবানের মধ্যে বন্দুকযুদ্ধ, নিহত ২৬

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলায় আজ শুক্রবার সরকারপন্থি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন সরকারপন্থি এবং ১০ জন তালেবান যোদ্ধা।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, খানাবাদ জেলা প্রধানের ডেপুটি কাতরাতুল্লাহ সাফি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ সংঘর্ষে কমান্ডার আব্দুল হাকিমসহ সরকারপন্থি ১৬ মিলিশিয়া সদস্য এবং ১০ তালেবান বিদ্রোহী নিহত হয়েছেন। এতে পাঁচ বিদ্রোহীসহ আরও নয়জন আহত হন।’

এদিকে গ্রামবাসী জানায়, কয়েকশ তালেবান যোদ্ধা শুক্রবার সকালে জেলার তেপা আখতার এলাকায় সরকারপন্থি মিলিশিয়াদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায় এবং তা প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

কুন্দুজ প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মাদ ইউসুফ এ সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেন, সেখানে সরকারি বাহিনী শক্তি জোরদার করতে বিলম্ব হওয়ায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য প্রাণ হারায়।

তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here