Home International করোনা পর্বে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, লকডাউনের দিল্লিতে সামান্য কমল সংক্রমণ

করোনা পর্বে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, লকডাউনের দিল্লিতে সামান্য কমল সংক্রমণ

গত বছরের তুলনায় অনেক বেশি পরিমাণে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। একই প্রবণতা রাজধানী দিল্লিতেও। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে সে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৩৮১ জনের। যা গোটা করোনা পর্বে সর্বোচ্চ।

আগের সপ্তাহে দিল্লির সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। দৈনিক সংক্রমণ ২৮ হাজার ছাড়িয়ে গিয়েছিল সেখানে। তার পরই লকডাউন জারি হয় দিল্লি জুড়ে। এর পর কিছুটা হলেও কমেছে সেখানকার দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৪৯ জন। মঙ্গলবার এই সংখ্যা নেমেছিল ২০ হাজারে। দিল্লিতে সক্রিয় রোগীর সংখ্যা ৯৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমণের হার ৩২.৭৪ শতাংশ। অর্থাৎ যত জনের করোনা পরীক্ষা হয়েছে দিল্লিতে তার ৩ জনের মধ্যে ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জেরে দিল্লি জুড়ে চিকিৎসা পরিষেবার হাহাকার প্রকট হয়েছে। গত কয়েক দিনে কেবলমাত্র অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। বিদেশ থেকেও অক্সিজেন এনে দিল্লির পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here