Home International আফগানিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা ইউরোপের একাধিক দেশের

আফগানিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা ইউরোপের একাধিক দেশের

সংঘাত কবলিত আফগানিস্তানে দূতাবাস আপাতত বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপের একাধিক দেশ। দেশজুড়ে তালেবানের উত্থানের কারণে জার্মানি তাদের মিশনের কর্মীদের প্রত্যাহারের মধ্যেই ইউরোপের কয়েকটি দেশ দূতাবাস বন্ধের পদক্ষেপ নিলো।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোড শুক্রবার জানান, কাবুল দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, নিজেদের দূতাবাসের কার্যক্রম খুবই সীমিত করে ফেলেছে বার্লিন।

এ বিষয়ে শুক্রবার হেইকো মাস বলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অবনতিতে দেশটিতে জরুরি সহায়তা দল অনতিবিলম্বে পাঠানো হচ্ছে।

একইদিন কাবুলের নিজেদের দূতাবাস সাময়িক সময়ের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে নরওয়ে। সেইসঙ্গে নিজেদের সব কর্মী প্রত্যাহারের কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউরোপের আরেক দেশ ফিনল্যান্ডও ঘোষণা দিয়েছে যে কাবুল নিজেদের দূতবাসে থাকা ১৩০ কর্মী দ্রুত সরিয়ে নিচ্ছে। অন্যদিকে আফগানে থাকা ফরাসি নাগরিকদের দ্রুত সরে যেতে ফের আহ্বান জানিয়েছে ম্যাক্রোঁ সরকার।

আফগানিস্তানের একাধিক রাজধানী তালেবানের অধীনে চলে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি চরম অবনিত হয়েছে। ফলে দেশটি থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here